মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৭:৩০

কপাল খারাপ সৌম্য সরকারের!

কপাল খারাপ সৌম্য সরকারের!

স্পোর্টস ডেস্ক : কপাল খারাপ, চোট যেন পিছুই ছাড়ছে না সৌম্য সরকারের। সদ্য সমাপ্ত বিপিএলে বেশিরভাগ ম্যাচেই চোটের কারণে মাঠে নামতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা। আর সে কারণেই ইনজুরি শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছিল তাকে। তবে টুর্নামেন্টের আগ মুহূর্তে আবারও চোট পেয়েছেন সৌম্য।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে গত শনিবার থেকে অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আজ (সোমবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল সৌম্যর ডান হাতের আঙুলে আঘাত করে। আঘাত পেয়ে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য। পরবর্তীতে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন তিনি। 

 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডান হাতের আঙুলের চোট পেয়েছিলেন সৌম্য। সেই চোট কাটিয়ে সেরে উঠতে তার লেগেছে মাসখানেক। এবার সেই হাতেই পেলেন আবারও চোট।

তবে শুরুতে ভয়াবহ মনে হলেও পরে চোট তেমন গুরুতর নয় বলে জানা গেছে। বাঁহাতি এই ওপেনারকে পর্যবেক্ষণের পর এই তথ্য জানিয়েছেন বিসিবির ফিজিও। চোট পাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি। 

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে সৌম্যর চোট নিঃসন্দেহে চিন্তা বাড়াবে বাংলাদেশের। চোটের কারণে শেষমেশ যদি স্কোয়াড থেকে ছিটকে যান সৌম্য, সেক্ষেত্রে কপাল খুলতে পারে লিটন দাসের।

এবারের বিপিএলে মোট ৪টি ম্যাচ খেলেছেন সৌম্য। চোট থেকে ফিরে পারফর্ম করতে পেরেছেন কেবল একটি ম্যাচে। লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষ দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই ৭৪ রান করেছিলেন সৌম্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে