স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন বর্তমানে ‘এ’ দলের হয়ে ভারত সফর করছেন্। সাথে কোচ হয়ে ভারত অবস্থান করছেন জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দারূণ বোলিং করায় রুবেল হোসেনের প্রশংসাও ঝরেছে হিথ স্ট্রিকের মুখে।
তবে এবার উইজডেন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গুরূ হিথ স্ট্রিকে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন শিষ্য রুবেল। রুবেল বলেন, ‘স্ট্রিক দারূণ একজন কোচ, আর আমাদের ফাস্ট বোলারদের জন্য তার মতো কাউকে পাশে পাওয়া খুব ভাল ব্যাপার, কারণ উনি আমাদের অনেক গাইড করেন। আমরা যদি বাজে বোলিং করি, তিনি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন এবং উন্নতির পথ বাতলে দেন।'
দলে থাকা তরূণ পেসারদের সাথে স্ট্রিকের দারূণ সুসম্পর্কের কথা উল্লেখ করে রুবেল বলেন, 'তিনি খুব মিশুক, তরূণ ক্রিকেটারদের সাথে খুব ভাল মিশতে পারেন যেটা আমাদের জন্য খুব গুরূত্বপূর্ণ। নেটে উনি সবসময়ই অনেক মজা করেন। ব্যক্তিগতভাবে তার সাথে আমার বোঝা-পড়া খুব ভাল, অন্য পেসারদেরও তাই।’
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ