স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তিতে ভারত এগিয়ে থাকলেও নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টাইগার অধিনায়ক।
এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, এই সংস্করণে আমাদের দলটা গোছানো। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।
ভারতের বিপক্ষে খেলার আগে ২০২২ সালের সিরিজ জয়ের কথা টেনেছেন শান্ত। তিনি বলেন, আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি।
‘২০২২ সালে ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তাই বাংলাদেশকে দুই দেশের উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।
এ নিয়ে শান্ত বলেন,‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে।
‘উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’
উল্লেখ্য, আগামীকাল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর তিনটায় মাঠে নামবে ভারত ও পাকিস্তান