বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৬:৪০

ভারতকে উচিত শিক্ষা দেয়া উচিত: সাকলায়েন মুশতাক

ভারতকে উচিত শিক্ষা দেয়া উচিত:  সাকলায়েন মুশতাক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে নিয়ে ভারতের মনোভাবে ক্ষুব্ধ সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাক। পাকিস্তানে খেলতে না চাওয়া আর ভিসা নিয়ে জটিলতা তৈরি করায় বেজায় চটেছেন তিনি। সম্প্রতি নিজ দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ভারতকে পাকিস্তানের উচিত শিক্ষা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। যেখানে বাড়তি মাত্রা যোগ করছে ভারত-পাকিস্তানের লড়াই। আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সবকিছু ঠিক থাকলে অবশ্য ঘরের মাঠেই ভারতকে আতিথেয়তা দিতো পাকিস্তান। কিন্তু দেশটিতে না যেতে চাওয়ায় শুধু রোহিতদের জন্যই হাইব্রিড মডেলে এবারের টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয় আইসিসি।

 পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না চাওয়ার বাহনা নিয়ে চটেছেন দেশটির সাবেক তারকা মুশতাক। সম্প্রতি নিজ দেশের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘একটার পর একটা সমস্যা তৈরি করছে ভারতের ক্রিকেট বোর্ড। সেখানে আমরা তাদের প্রশংসা করে বেড়াচ্ছি। আমাদের বাচ্চারা চাইছে বিরাট, বুমরাকে দেখতে। পাকিস্তানের পক্ষ থেকে রীতিমতো অনুরোধ করা হচ্ছে তাদের, কিন্তু কিছুতেই মানতে চায় না তারা।’

 শুধু তাই নয়, নিউজিল্যান্ডের কোচিং প্যানেলের সদস্য হয়ে ভারতের ভিসা পেতে যে জটিলতার সম্মুখীন হয়েছেন তা নিয়েও ক্ষোভ ঝেরেছেন তিনি। গত বছর ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। যেখানে কিউইদের বোলিং কনসালটেন্ট হিসেবে ছিলেন তিনি। সব মিলিয়ে ভারতের আচরণে ক্ষুব্ধ মুশতাক উচিত শিক্ষা দিতে নিজ দেশকে আহ্বান জানিয়েছেন।
 
সাবেক এ স্পিনার বলেন, ‘ভারত সফরের জন্য পাঁচ মাস আগে বিসিসিআই এবং নিউজিল্যান্ড বোর্ডের থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী ইংল্যান্ডের লেস্টার থেকে ভিসার জন্য আবেদন করি আমি। কারণ ওখানেই আমি থাকি। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেলেও ৪ ঘণ্টা ধরে আমায় অপেক্ষা করানো হয়। যতজনকে জিজ্ঞাসা করেছি, সবাই একটাই কথা বলেছে যে লাইনে অপেক্ষা করতে হবে।’

৪৮ বছর বয়সী সাবেক এ পাকিস্তানি ক্রিকেটার যোগ করেন, ‘আমি জানি না, তারা কোন দুনিয়ায় বাস করে। সবসময়ই এমন থাকবে নাকি আদতে কখনও মনোভাব পাল্টাবে তাও জানি না। তাদের আচরণ খুবই খারাপ। আমার মনে হয় আইসিসির এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত এবং পাকিস্তানের লক্ষ্য হওয়া উচিত তাদের উচিত শিক্ষা দেয়া।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে