স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও মোহামেদ সালাহর মধ্যকার মিল। কত মিলই তো আছে তাদের মধ্যে, দুজনেই ফুটবলার, খেলেন ইউরোপে। দুজনেই আবার রাইট উইঙ্গার। তাদের মধ্যকার এমন মিল আরও অনেকগুলো অবলীলায় বলে দেওয়া যাবে।
কিন্তু লিভারপুলের সাবেক জার্মান ফুটবলার মারকাস বাবেল যে মিলটার কথা বলেছেন, সেটা খুঁজে পেতে হলে একটু ভাবতেই হবে। বাবেল কোন মিলের কথা বলেছেন? ধারাবাহিকতার কথা।
বার্সেলোনায় ২০০৮-০৯ মৌসুম থেকেই ধারাবাহিক মেসি। ওই মৌসুমে ৫১ ম্যাচে ৩৮ গোল করেছিলেন তিনি। ২০২১ সালে দলবদলের আগ পর্যন্ত টানা ১৩ তার সেই ফর্ম বজায় ছিল, কোনো মৌসুমেই গোলসংখ্যা ৩০-এর নিচে নামেনি। এরমধ্যে এক মৌসুমে ৭৩ গোলও করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। মেসির মতো লিভারপুলের সালাহও ধারাবাহিক। ২০১৭-১৮ মৌসুম থেকে তার গোল কখনও ২৩-এর নিচে নামেনি। এনফিল্ডের আঙিনায় গিয়ে শুরুর মৌসুমেই করেছিলেন ৪৪ গোল। আর এ মৌসুমে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে করেছেন ২৮ গোল ও ১৯ অ্যাসিস্ট।
বাবেল বলেন, ‘(সালাহর) গোলরেকর্ড স্বাভাবিক নয়। এই ক্ষমতায় আমি শুধু মেসির সঙ্গেই তার তুলনা করতে পারি। এটা শুধু এক মৌসুম নয়, শেষ ১০ বছর ধরে (রোমায় শেষ দুই বছর ১৫ ও ১৯টি করে গোল করেছিলেন)। সে সত্যিকার অর্থেই বিশ্বসেরা মানের।’
দুই দশকের ক্যারিয়ারে মেসি বিশ্বসেরার তকমা স্বগুণেই পেয়েছেন। এমন একজনের সঙ্গে মানুষ পছন্দের ফুটবলারের তুলনা দেন অহরহ। বাবেল এক কাঠি সরেস। তিনি সালাহকে মেসির মানের বলেই অভিহিত করেছেন। এই জার্মান বলেন, ‘আমি সালাহর লেভেলের একজনকেই দেখেছি। এটা মেসি। তার (সালাহ) গোলরেকর্ডের দিকে তাকান। মনে হবে সে নাম্বার নাইন, কিন্তু সে তো উইঙ্গার। সে ইয়ান রাশ নয়, অ্যালান শিয়েরার নয়।
দারুণ ধারাবাহিক সালাহ কখনও ব্যালন ডি’অরের সেরা তিনে স্থান পাননি, অ্যাওয়ার্ড পাওয়া তো বহু দূরের কথা। বিষয়টা যারপরানই অবাক করে বাবেলকে। তিনি বলেন, ‘আমি অবাক হই যে ব্যালন ডি’অরের জন্য সে নেই। বিশ্বাসই হয় না যে কখনও সেরা তিনে জায়গা পায়নি। এই পজিশনে সে বিশ্বসেরা খেলোয়াড়।’