স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে টাইগারদের। চোটের কারণে এই ম্যাচের একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিউজিল্যান্ড ম্যাচে এই অভিজ্ঞ ক্রিকেটারকে পাওয়া নিয়ে আশাবাদী বিসিবি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, মাহমুদউল্লাহ ভালো আছেন। আমরা মাহমুদউল্লাহকে (টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে) পাওয়া নিয়ে আশাবাদী। তিনি দ্রুত সুস্থ হচ্ছেন, তবে নিউজিল্যান্ড ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্ক্যান রিপোর্ট নিয়ে তিনি বলেন, ইনজুরির পর স্ক্যান করানো হয়েছিল। তবে কোনো সমস্যা ধরা পড়েনি। এটি ইতিবাচক একটি দিক। যখন তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন, তখন খেলতে পারবেন বলে মনে করছি।
এদিকে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে বাজিমাত করা তাওহীদ হৃদয়ের মাংসপেশিতে টান লেগেছিল। তবে তিনিও এখন সম্পূর্ণ সুস্থ এবং ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন দলের কর্মকর্তা।
ভারত ছাড়াও ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। জয় না পেলেও রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাই সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা। দুটি উপায়ে সেমিফাইনাল খেলতে পারবে টাইগাররা।
প্রথমত পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে চার। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রানরেট। তাই দুই ম্যাচই ভালোভাবে জিততে হবে।
অন্যদিকে বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে, তাহলে পয়েন্ট হবে দুই। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে সমীকরণ আরও জটিল হবে বাংলাদেশের জন্য।