সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৫৯:৫৮

মাঠ থেকেই দ্রুত হাসপাতালে নেওয়া হলো তামিম ইকবালকে

মাঠ থেকেই দ্রুত হাসপাতালে নেওয়া হলো তামিম ইকবালকে

স্পোর্টস ডেস্ক : বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এর মধ্যেই খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানালেন, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে