স্পোর্টস ডেস্ক : আইপিএলে লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার (২৫ মার্চ) গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রান আউট হন তিনি। আর তাতেই আইপিএলে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল।
আইপিএলে ১৯তম শূন্যরান করে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড এখন ম্যাক্সওয়েলের। মঙ্গলবার পাঞ্জাব বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। নিজের খেলা প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অজি ব্যাটার। সাই কিশোরের বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন তিনি।
টুর্নামেন্টে ১৩০ ইনিংসে এ নিয়ে ১৯তম বার রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে ফিরলেন ম্যাক্সওয়েল। এর আগে যৌথভাবে রোহিত শর্মা ও দীনেশ কার্তিকের সাথে সর্বোচ্চ ডাকের রেকর্ড থাকলেও এবার এককভাবে এই রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
আইপিএলের গত আসর একেবারেই ভালো যায়নি ম্যাক্সওয়েলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। ফলে বেঙ্গালুরু ছেড়ে দেয় তাকে। এবার নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কেনে পঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা ভালো হলো না ম্যাক্সওয়েলের।