শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ০৭:৪০:৫১

আর্জেন্টিনা-ব্রাজিল: ১ : ৪

আর্জেন্টিনা-ব্রাজিল: ১ : ৪

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে চার ম্যাচ হাতে রেখেই কনমেবলের প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে ব্রাজিল।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ১৪ ম্যাচ শেষে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সাতে থাকা ভেনেজুয়েলার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৬, ফলে বাকি চার ম্যাচ হারলেও তারা আর শীর্ষ ছয় থেকে ছিটকে যাবে না। এর ফলে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পরবর্তী বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করলো।

ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, তবে শেষ চার ম্যাচে যদি খারাপ পারফরম্যান্স করে, তাহলে তাদের জন্য বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া কঠিন হয়ে যেতে পারে।

ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে এবং কলম্বিয়া সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে ভালো অবস্থানে থাকলেও শেষ মুহূর্তে যেকোনো পরিবর্তন হতে পারে।

এদিকে, ১৫ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ও ১৪ পয়েন্ট নিয়ে বলিভিয়াও এখনো বিশ্বকাপ খেলার আশা করতে পারে। তবে তাদের পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল করতে হবে। পেরু ও চিলির বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, তবে তারা সাতে থেকে প্লে-অফে খেলার চেষ্টা করতে পারে।

পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো তাই বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে