বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২:২৩:১৫

আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ ৩০ বছর বয়সি পেসারের

আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ ৩০ বছর বয়সি পেসারের

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। সেই সিরিজ জুড়ে দারুণ বোলিং করেছেন কিউই পেসার জ্যাকব ডাফি। যার প্রতিফলন পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে উঠে এসেছে ডাফি। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে দ্বাদশ স্থানে উঠেছিলেন তিনি। এরপরের তিন ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ৩০ বছর বয়সি এই পেসার। আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদে বোলারদের মধ্যে পাঁচ নম্বর স্থানে উঠে এসেছেন ডাফি। পাঁচ ম্যাচের সিরিজে ১৩ উইকেট পেয়েছেন তিনি।

এদিকে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক কিউই পেসার জ্যাকারি ফোকসের। র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়াও পাকিস্তানের পেসার হারিস রউফ ১১ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন।

শুধু বোলাররাই নয়, ব্যাটসম্যানরাও এগিয়েছে র‍্যাঙ্কিংয়ে। কিউই ওপেনার ফিন অ্যালেন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন। অকল্যান্ডে সিরিজের তৃতীয় ম্যাচে ৯৪ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন মার্ক চাপম্যান।

পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি হয়েছে। তৃতীয় ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা পাকিস্তানের হাসান নাওয়াজ বড় লাফ দিয়ে উঠে এসেছেন ৭৭তম স্থানে।

তবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে