সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৩৮:২০

শাস্তি পেলো পাকিস্তান ক্রিকেট দল

শাস্তি পেলো পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। হারের পাশাপাশি খেলোয়াড়দের গুণতে হয়েছে জরিমানাও। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে স্লো ওভার রেট করেছে দলটি। যে কারণে ক্রিকেটারদের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এ নিয়ে সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে চারটিতেই স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলো পাকিস্তান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে পাকিস্তান। এ কারণে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধি অনুসারে, স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

 তার আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচ ফি’র ১০ শতাংশ দ্বিতীয়টিতে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়। তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল। পরে সেই অভিযোগ আমলে নিয়ে পাকিস্তানকে শাস্তি প্রদান করেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
 
পাকিস্তান দলের ওয়ানডে অধিনায়ক শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চার ম্যাচেই স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে পাকিস্তান। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে শাস্তি পেয়েছিলো তারা।

সম্প্রতি নিউজিল্যান্ড সফর অবশ্য ভুলে যেতে চাইবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর এই সফরেও ব্যর্থ হয়েছে তারা। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে