মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:২৫:৩৩

নাম আছে সাকিব, মুমিনুল ও মুশফিকুর রহিমের

নাম আছে সাকিব, মুমিনুল ও মুশফিকুর রহিমের

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই ঘরের মাঠে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। দুই টেস্টের এই সিরিজের প্রথম টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে, দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

নাজমুল শান্তর অধিনায়কত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে নেই তাসকিন আহমেদ। চোটের কারণে খেলা হচ্ছে না তার। তবে প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। এছাড়া দলে আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিমের মত অভিজ্ঞ ক্রিকেটার। ওপেনার হিসেবে দলে আছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। 

পেসারদের মধ্যে নাহিদ রানা ছাড়া দলে আছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব। স্পিনার হিসেবে তাইজুল ইসলামের সঙ্গে আছেন মেহেদী মিরাজ ও নাইম হাসান। এছাড়া প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন মাহিদুল অঙ্কন। 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড (প্রথম ম্যাচ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে