 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক : দলে ডাক পেয়েছিলেন অনেকটা কাকতালীয়ভাবে। ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের নেট বোলার। কিন্তু মহসিন খানের ইনজুরিতে কপাল খুলে যায় শার্দুল ঠাকুরের। লখনৌকে এরপর বেশ ভালোই সার্ভিস দিয়েছেন অভিজ্ঞ এই ভারতীয় পেসার। আছেন সেরা বোলারের বেগুনি ক্যাপের দৌড়ে। তবে এরইমাঝে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছেন বিব্রতকর এক রেকর্ড।
স্বাগতিক কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেন্সে গতকাল নিজের এক ওভার করতে ১১ বল করেছেন শার্দুল ঠাকুর। তবে এরমাঝে প্রথম ৫ বলই ছিল ওয়াইড! কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে এমন কাণ্ড ঘটান তিনি। আর সেটাই হয়ে গিয়েছে রেকর্ড।
সেই ৫ ওয়াইডের সুবাদে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বলের ওভার করেছেন শার্দুল। সব মিলিয়ে ১১টি বল করার পর শেষ হয় তার ওভার। এর আগেও আইপিএলে এক ওভারে ১১ বল করার নজির আছে বটে। যৌথভাবে মোট তিন বোলারের আছে ১১ বলে ওভার শেষের কীর্তি। তবে ওভারের প্রথম পাঁচটি বলই ওয়াইড এর আগে কোনও বোলার করেননি আইপিএলে। এদিক থেকে শার্দুলের ওভারই অনন্য।
এর আগে মোহাম্মদ সিরাজ এবং তুষার দেশপাণ্ডেরও ১১ বলের ওভার করার নজির রয়েছে। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তুষার ১১ বলে ওভার শেষ করেছিলেন। কাকতালীয়ভাবে সেবার ওভারটা হয়েছিল লখনৌর বিপক্ষেই। একইবছর সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১টি বল করেছিলেন এক ওভারে।
মঙ্গলবারের ম্যাচে শার্দুল ৪ ওভার বল করে ৫২ রান দিয়েছেন। পেয়েছেন ২টি উইকেট। পুরো কোটায় মোট আটটি ওয়াইড বল করেছেন এ দিন তিনি।
অবশ্য এমন এক ওভার লখনৌর জন্য ফিরে এসেছে শাপেবর হয়ে। শার্দুলের টানা ৫ ওয়াইডের আগে ১২ ওভারে কলকাতা নাইট রাইডার্স করেছিল ১৪৯ রান। উইকেট হারিয়েছিল মোটে ২টি। আর সেই ওভারের পর ৮ ওভারে কলকাতার স্কোরবোর্ডে ওঠে ৮৫ রান। উইকেট হারায় ৫টি। শেষ পর্যন্ত হাইস্কোরিং ম্যাচটাও কলকাতাকে ঘরের মাঠে হারতে হয় ৪ রানে।