বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১:৪৩:৩২

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে টস শেষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে টস শেষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে থাইল্যান্ড।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের লাহোরে মাঠে নেমেছে দুই দল। এই ম্যাচে জয় পেতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল টাইগ্রেসরা। আর এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি জ্যোতি-নাহিদারা। দুটি প্রস্তুতি ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, ইশমা তানজিম,  শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা ও মারুফা আক্তার।

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে