স্পোর্টস ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশ একাদশ: শোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), জাইদা জেমস, শেমাইন ক্যাম্পবেল, চিনেল হেনরি, শাবিকা গজনবি, স্ট্যাফানি টেলর, আলিয়া অ্যালেইন, অ্যাফি ফ্লেচার, কারিশমা রামহারাক, কিয়ানা জোসেফ ও আশমিনি মুনিসার।