শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:৫৪:৫১

বাবর আজমকে নিয়ে সেই মন্তব্যের জন্য ২ বছর পর ক্ষমা চাইলেন হাসান আলী

বাবর আজমকে নিয়ে সেই মন্তব্যের জন্য ২ বছর পর ক্ষমা চাইলেন হাসান আলী

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে বাবর আজমকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন হাসান আলী। সে বছর ওয়ানডে বিশ্বকাপের সময় পাকিস্তানি ব্যাটারকে ‘কিং’ আখ্যা দিয়েছিলেন এই পেসার। নিজের সেই মন্তব্যের জন্য দুই বছর পর ক্ষমা চাইলেন তিনি।

২০২৩ বিশ্বকাপের সময় বাবরকে ‘কিং’ সম্বোধন করে হাসান বুঝিয়েছিলেন, ‘রাজা করে নেবে।’ তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন, বাকিরা রান না পেলেও বাবর ঠিকই রান করবেন। কিন্তু বাবর আর রান পাননি। ধারাবাহিকভাবে ব‍্যর্থ হয়েছেন।

এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক সংবাদ সম্মেলনে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন হাসান। তিনি বলেছেন, ‘মানুষ যদি এখন মনে করে রাজা করতে পারবে না বললে বাবর রানে ফিরবে, তা হলে আমি সেটা বলতে রাজি।’

‘আগে আমি বলেছিলাম, রাজা করে নেবে। তারপর অনেক কিছু হয়েছিল। মানুষ অনেক কথা বলেছে। কেউ যদি মনে করেন, রাজা করে নেবে বলে আমি ভুল করেছিলাম, তা হলে ক্ষমা চাইছি। কিন্তু আমার বক্তব্য একই থাকবে। বাবর সেরা। ও রানে ফিরবেই। সকলেরই খারাপ সময় আসে’-যোগ করেন হাসান।

প্রসঙ্গত, চলতি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন হাসান। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। প্রথম দুই ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। এর বাইরে ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ২৭ রানও করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে