রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১২:৩৫:২৩

শেষ পর্যন্ত বিপর্যয় সামলে মধ্যাহ্নভোজে টাইগাররা

শেষ পর্যন্ত বিপর্যয় সামলে মধ্যাহ্নভোজে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর এক রানের ব্যবধানে দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শুরুর সেই ধাক্কা কীভাবে সামাল দেয় বাংলাদেশ; সেটাই ছিল দেখার। অবশ্য সেই কাজটা বেশ ভালোই করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে উইকেটে আর কোনো আঘাত আসতে দেননি দুজনে।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে সিলেট টেস্টের প্রথমদিনের প্রথম সেশন শেষে ২ উইকেট খরচায় বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। উইকেটে মুমিনুল ব্যাট করছেন ২১ রানে। আরেক ব্যাটার শান্ত ব্যাট করছেন ৩০ রানে।

এর আগে, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। সাবধানী শুরু করে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুরুর স্বস্তি ম্লান করে সাজঘরের পথে হাঁটা দিয়েছেন দুজনেই। দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।

এদিন দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাদমান। আউট হয়েছেন ১২ রানে। এরপর মাঝে এক ওভার বিরতি দিয়ে আবারও বোলিংয়ে এসে ঝলক দেখিয়েছেন নিয়াউচি। সাজঘরে ফিরেছেন জয়কে। এই ব্যাটার সাজঘরে ফেরেন ১৪ রান করে। তাতে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে