শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৭:৫৭

ভারতকে বড় চিন্তায় ফেলেছে পাকিস্তান

ভারতকে বড় চিন্তায় ফেলেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : সপ্তম দল হিসেবে আসন্ন নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ৪ ম্যাচের সবগুলোতে জিতে এক ম্যাচ হাতে রেখেই ভারত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দলটি। তবে পাকিস্তানের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা কিছুটা চিন্তায় ফেলেছে ভারতকে।

চলতি বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে নিরাপত্তা ইস্যুতে ভারত দেশটিতে ম্যাচ খেলতে আপত্তি জানানোয় রোহিত শর্মাদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে তবে সেসময় পাকিস্তানও একটি শর্ত রেখেছিল। ভারতে অনুষ্ঠিত আইসিসির যেকোনো টুর্নামেন্টেও হাইব্রিড মডেলে অংশ নেবে পাকিস্তান। ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে প্রথমবার বাস্তবায়িত হতে যাচ্ছে সেই প্রক্রিয়া।

ভারত-পাকিস্তানের সমঝোতায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, নারীদের আগামী এক দিনের বিশ্বকাপ হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনা বেশি। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরতে হতে পারে। যদিও আইসিসি বা বিসিসিআই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পিসিবিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি এখন পর্যন্ত।

তবে পাকিস্তান যদি খেলতে না যেতে চায়, সেক্ষেত্রে কোনো অজুহাত ছাড়াই মেনে নিতে বাধ্য ভারত। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক সভায় হাইব্রিড মডেলের এই প্রস্তাবে দুই পক্ষ সম্মতি জানিয়েছিল।

আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আলাদা করলে কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতকে। কয়েকটি ম্যাচ বাইরে চলে গেলে লাভের অংশটাও কমে আসবে তাদের। আর ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটিও সেক্ষেত্রে হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টে ৭টি দল ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ জায়গা নিশ্চিত করবে বিশ্বকাপে। হারলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে সমীকরণের মারপ্যাঁচ পাড়ি দিতে হবে টাইগ্রেসদের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে