শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০৮:৩৬

এবার বাবরকে ছাড়িয়ে গেলেন ‘চেজ মাস্টার’ খ্যাত সেই ক্রিকেটার

এবার বাবরকে ছাড়িয়ে গেলেন ‘চেজ মাস্টার’ খ্যাত সেই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে প্রতি বছরই আইপিএলে দারুণ পারফর্ম করে থাকেন বিরাট কোহলি। চলতি আইপিএলেও এর বিকল্প নেই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজস্থান রয়েলসের বিপক্ষে ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলে এক রেকর্ডে পাকিস্তানের বাবর আজমকে ছাড়িয়ে গেছেন ‘চেজ মাস্টার’ হিসেবে খ্যাত কোহলি।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার রাজস্থানকে হারিয়েছে কোহলির দল। ঘরের মাঠে টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বেঙ্গালুরু। এই ম্যাচে ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন কোহলি। আর তাতেই নতুন একটি রেকর্ড গড়েছেন কোহলি, যে রেকর্ডটা ছিল পাকিস্তানের বাবর আজমের।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড গড়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তার ফিফটির সংখ্যা এখন ৬২, যা ছাড়িয়ে গেছে পাকিস্তানের বাবর আজমের ৬১ ইনিংসকে। এই তালিকায় এরপর রয়েছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার ও ফাফ ডু প্লেসি (৫২)।

মোট টি-টোয়েন্টি ক্যারিয়ারে আগে ও পরে ব্যাটিং মিলিয়ে কোহলির ফিফটি ছোঁয়া ইনিংস এখন ১১১টি—গেইলের ১১০ ইনিংসকে ছাড়িয়ে গেছেন তিনি। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ডেভিড ওয়ার্নার (১১৭ ইনিংস)।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়া কোহলি আইপিএলে এখন পর্যন্ত ৯ ইনিংসে করেছেন ৫টি ফিফটি। তার শেষ ছয় ইনিংসের চারটিতেই এসেছে অর্ধশতক। চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার চার ইনিংসে প্রথমবারের মতো ফিফটি করলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে