শনিবার, ০৩ মে, ২০২৫, ১০:১১:১৮

আইসিসির নতুন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং প্রকাশ

আইসিসির নতুন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ নিচে নেমে তাদের অবস্থান এখন ১০ নম্বরে। নিগার সুলতানা জ্যোতিদের নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড।

গেল ডিসেম্বরে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আইরিশ মেয়েদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা। ৩ ম্যাচের তিনটিতেই আয়ারল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। মূলত এই সিরিজে কোনো ম্যাচ না জেতার কারণে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

বাংলাদেশের টি-টোয়েন্টি রেটিং পয়েন্ট এখন ১৯২। তাদের নিচে ১১ নম্বরে অবস্থান করছে থাইল্যান্ড। ১২ নম্বরে আছে স্কটল্যান্ড, এরপর ১৩ নম্বরে আছে পাপুয়া নিউ গিনি, জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে ও নেদারল্যান্ডসের অবস্থান ১৫ নম্বরে। অন্যদিকে টেস্ট ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ নম্বরে আছে। 
 
চলতি বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে একেবারেই বাজে সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট সফরে গিয়ে তাদের কাছে সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। এ বছর এখন পর্যন্ত ১১টি ম্যাচেই জয়শূন্য টাইগ্রেসরা। 
 
তবে বড় স্বস্তি এসেছে বিশ্বকাপ বাছাইপর্বে। পাকিস্তানে গিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভালো খেলেছে জ্যোতির দল। সেখানে ভালো করে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এ আসরে খেলবে মোট আট দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে