স্পোর্টস ডেস্ক : অবশেষে জয়ের দেখা পেলো ইন্টার মায়ামি। টানা তিন ম্যাচ হারের পর মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় ব্যবধানে জিতল মাশচেরানোর দল। নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে মেসির দল।
এবারের মৌসুমের সবচেয়ে বাজে সময়টাই দেখে ফেলেছে ইন্টার মায়ামি। দুই লেগে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায়, এমএলএসে প্রথম হার, সব তিক্ত অভিজ্ঞতা সপ্তাহ ব্যবধানেই হয়েছে হাভিয়ের মাশচেরানোর শিষ্যদের। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও পাচ্ছিলেন না গোলের দেখা। টানা তিন হারের পর অবশেষে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মায়ামি, গোল করেছেন এমএলটেনও।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। নবম মিনিটেই সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফাফা পিকাল্ট। লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৩০তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় মায়ামি। গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ভেইগান্ট।
এর নয় মিনিট পরই ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের শট ঠেকিয়ে দেন রেডবুলস গোলকিপার। ফিরতি বল জালে পাঠাতে আর ভুল করেননি সুয়ারেজ। এ গোল দিয়ে সব আসর মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান তিনি।
টানা ৩ গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় গত আসরের রানার্স আপরা। ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান কমায় রেডবুলস। ৩-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে লিও শো। ওয়ান টু ওয়ান পাস থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান আর্জেন্টাইন সুপারস্টার। এ গোলে টানা ৪ ম্যাচ পর জালের দেখা পান মেসি।
এরপর গোলের চেষ্টা চালিয়েও জাল খুঁজে পায়নি কোনো দল। ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এ জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে মেসির দল।