স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি। ফুটবল পায়ে সারা পৃথিবীকে নিজের কারিকুরি দেখাচ্ছেন দুই যুগের বেশি সময় ধরে। ইতোমধ্যে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। অপ্রাপ্তির খাতা শূন্য বললেই চলে। তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে তাকে দিতে হচ্ছে কঠিন পরীক্ষা।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ৮ বারের ব্যালন ডি’অর জয়ীকে বেছে নিতে হচ্ছে ক্যারিয়ারের সেরা গোল। তার সে গোলের চিত্রকর্ম বানিয়ে নিলামে তোলা হবে দাতব্য কাজের জন্য।
জাতীয় দল আর্জেন্টিনার পাশাপাশি ক্লাব পর্যায়ে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে ইতোমধ্যে ৮০০’র বেশি গোল করেছেন মেসি। সেখান থেকে আগামী ২২ মে’র মধ্যে তাকে বেছে নিতে হবে ক্যারিয়ারের সেরা গোলটি।
বিষয়টি কতটা কঠিন তা উল্লেখ করতে গিয়ে মেসি বলেন, ‘সেখান থেকে মাত্র একটি গোল বেছে নেয়া বেশ কঠিন হবে। প্রতিটি গোল তার নিজস্ব জায়গায় বিশেষ। অবিশ্বাস্য স্মৃতি মনে করিয়ে দিতে কিছু গোল খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রজেক্টকে সফল করতে তার মধ্যে থেকে একটি প্রিয় গোল বেছে নিতে হবে। এটার পেছনে শক্তিশালী উদ্দেশ্য আছে। এবং এর অংশ হতে পেরে আমি বেশ আনন্দিত।’
মেসির পছন্দের গোল বাছাই শেষে সেটিকে রঙ তুলির আঁচড়ে চিত্র কর্মে ফুটিয়ে তুলবেন রেফিক অ্যানাডোল। চিত্র কর্মটিতে মেসি এবং রেফিক অ্যানাডোলের স্বাক্ষর থাকবে। নিউ ইয়র্কের ক্রিস্টিতে আগামী ১১ জুন চিত্র কর্মটি নিলামে তোলা হবে। নিলামের পর্দা নামবে ২৫ জুলাই। এখান থেকে আয়কৃত অর্থ ব্যবহার করা হবে দাতব্য কাজে। আর এতে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি!