স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তিনি এক অনন্য নাম—আমিনুল ইসলাম বুলবুল। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে স্থান পাওয়া এই ক্রিকেটার আবারও আলোচনার কেন্দ্রে। কারণ, এবার তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবির পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়নের চিন্তা করছে সরকারপক্ষ। ইতিমধ্যেই তাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এই পদে থাকা মানেই দেশের ক্রিকেটের দায়িত্ব নেওয়া—যা একজন অভিজ্ঞ এবং দেশপ্রেমিক ক্রিকেটারের জন্য গর্বের বিষয়।
বুলবুলের ক্রিকেটযাত্রা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না। তিনি আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে এসেছেন আফগানিস্তান, চীন, মালয়েশিয়া সহ বিশ্বের নানা দেশে। এই অভিজ্ঞতা তাকে করে তুলেছে একজন বৈশ্বিক ক্রিকেট ব্যক্তিত্ব, যার অভিজ্ঞতা দেশের ক্রিকেটেও কাজে লাগতে পারে।
বাংলাদেশ ক্রিকেট উন্নয়নে বুলবুলের অবদান নিয়ে অনেকেই ইতিবাচক। বিশেষ করে তার প্রশিক্ষণ, হাই পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বিসিবির জন্য এক বড় শক্তি হতে পারে।