স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের অন্যতম অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মনের নামে বেশ কয়েকটি আইডি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেগুলোকে নিজের নয় বলে দাবি করেছেন সাব্বির নিজেই। এমনকি সে আইডি গুলো থেকে সবাইকে সাবধান থাকারও অনুরোধ জানান নিজের ভেরিফাইড আইডি থেকে।
একটি ভিডিও বার্তায় মাধ্যমে সবাই সাবধান করেন জাতীয় দলের এই খেলোয়াড়। ভিডিওটিতে সাব্বির বলেন, হাই ফ্রেন্ডস,
আমি সাব্বির রহমান রুম্মান, আমি আপনাদের একটা কথা বলতে ভিডিওটা পোস্ট করেছি আমার ফ্যান পেজে। আমার অনেক ফেক আইডি বের হয়েছে, যেগুলো আপনাদের অনেকের সাথেই এড করা আছে। একটা অনুরোধ, তারা হয়তো অনেক কিছু আবদার করেছে বা আপনারাও অনেক কথা শেয়ার করেছেন কিন্তু তারা ফেক, আমার কাছে মনে হয়েছে।’
আমার মাত্র দুটা আইডি, যেখানে আমি সব সময় অ্যাক্টিভ থাকি। এস এইচ এ বি বি আই আর আর এ এইচ এ এম এ এন আর ও এম এ এন। বাকী যেগুলো আছে সেগুলো সব ফেক। দয়া করে তাদের এড়িয়ে চলুন, তাদের ব্লক করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আশা করি সামনে এভাবেই সমর্থন দিয়ে যাবেন আপনারা। আমাদের জন্য দোয়া করবেন।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর