স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ সেপ্টেম্বর ঢাকা আসলেও সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। পরের ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
এই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলের নেতৃত্বে কে থাকছেন তা এখনো ঘোষণা করেনি বিসিবি।
৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এরপর ১৭ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে ঢাকায় মুখোমুখি হবে দুই দল।
প্রস্তুতি ম্যাচটি হবে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। প্রস্তুতির ম্যাচের জন্যে মঙ্গলবার ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচিত ক্রিকেটারদেরকে ২ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। এই দলে ভারত সফরে থাকা এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, শুভাগত হোম চৌধুরী, আল আমিন হোসেন, কামরুল হাসান রাব্বি, শফিউল ইসলামও সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ দল : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মো. মিঠুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক সৈকত, শুভাগত হোম, নাঈম ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে