বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ০৯:৩৬:১৬

৭ উইকেট নেই ৬ রানের ব্যবধানে! যে কারণ জানালেন মিরাজ

৭ উইকেট নেই ৬ রানের ব্যবধানে! যে কারণ জানালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। তবে এই যাত্রাটা ভালো করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। ম্যাচ শেষেও শুনিয়েছেন হতাশার গল্প।

বুধবার (২ জুলাই) ম্যাচ প্রেজেন্টেশনে মিরাজ বলেন, শান্ত-তামিম ভালো খেলেছে। শান্তর উইকেটটা ভুল ছিল। মিডলঅর্ডার ভালো খেলেনি। পরপর উইকেট হারানো একটা সমস্যা। ছোট পার্টনারশিপ দরকার ছিল। আমাদের সুযোগ এসেছিল, কিন্তু নিতে পারিনি।

এদিন ১৭ ওভার ওভারের আগেই ২ উইকেটে ১০০ রান। ৩৩ ওভারে তখন টাইগারদের প্রয়োজন ছিল ১৪৫ রান। বাংলাদেশের ১৮ কোটি মানুষ অনেকটাই নিশ্চিত ছিল জয় পাচ্ছে তারা। কিন্তু সমীকরণ বদলে দেয় শান্তর রান আউট।

দলীয় ৯৯ রানে ডাবল নিতে গিয়ে রানআউট হন নাজমুল হোসেন শান্ত। তার উইকেটসহ পরের ৬ উইকেট যায় ৬ রান ব্যবধানে। তবে শান্তর রানআউটে দোষ খুঁজে পাচ্ছেন না দলপতি মিরাজ, দায় দেখছেন মিডলঅর্ডারের ব্যাটারদেরও।

ব্যাটারদের দায় দিলেও বোলারদের দিয়েছেন কৃতিত্ব মিরাজ। তিনি বলেন, উইকেট ভালো ছিল। আমি মনে করি বোলাররা ভালো করেছে, বিশেষ করে ফাস্ট বোলাররা। মিডল ওভারে উইকেট পাইনি। আসালাঙ্কার কৃতিত্ব, সে ভালো খেলেছে। অনেক গরম ছিল। আমাদের দুই বোলারের ক্র্যাম্পও হয়েছে।

শ্রীলঙ্কাকে ২৪৪ রানে আটকে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। আসালাঙ্কার ১০৬ রান করার দিনে দীর্ঘদিন পর ফেরা তাসকিন আহমেদ ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট। ৪৫ রানে ৩ উইকেট নেন তানজিম সাকিব। তানভীর ইসলাম ও শান্তর শিকার একটি করে। কিন্তু বাংলাদেশ ১৬৭ রান তুলে ম্যাচ হারে ৭৭ রানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে