বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ০৩:১১:৪৮

সবাইকে অবাক করে এক ভক্তকে ইনস্টাগ্রামে বার্তা মেসির

সবাইকে অবাক করে এক ভক্তকে ইনস্টাগ্রামে বার্তা মেসির

স্পোর্টস ডেস্ক : জাদুকরি ফুটবলে অজস্র ফুটবলপ্রেমীর মনে স্থায়ী আসন গড়ে নিয়েছেন লিওনেল মেসি। প্রতিপক্ষের সমর্থকরাও মাঠে তার খেলা দেখে প্রেমে পড়ে যান। মাঠে হোক আর মাঠের বাইরে, ক্ষুদে জাদুকরকে এক ঝলক দেখতে কতো পাগলামিই না করেন তারা । কিন্তু এই ডাইহার্ড সমর্থকদের মেসি নিজে কতটুকু ভালোবাসেন। তাকে নিয়ে ভক্ত-সমর্থকদের এই উন্মাদনার খোঁজখবর কি রাখেন এই ফুটবল জাদুকর?

ফুটবলপ্রেমীদের জন্য পরম আকাঙ্ক্ষিত উপহার কী হতে পারে? –প্রিয় খেলোয়াড়ের স্মৃতিমাখা জার্সি কিংবা প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফ বা তার সঙ্গে একটা ছবি তুলতে মুখিয়ে থাকেন ভক্ত-সমর্থকরা। প্রিয় খেলোয়াড়ের একটা জার্সি পেতে কতকিছুই না করেন তারা।  কিন্তু যদি আপনার প্রিয় খেলোয়াড়ই তার জার্সি উপহার দিতে আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে?  পরম সৌভাগ্যবান ব্যক্তিও হয়ত এমন স্বপ্ন দেখে না। কিন্তু এক মেসিভক্তের সঙ্গে ঠিক এই ঘটনাই ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টাইন জাদুকরের অনুসারীর সংখ্যা ৫০৬ মিলিয়ন। অনুসারীরা তাকে নিয়ে কী কী পাগলামি করেন সেসবের খোঁজ রাখার কথা না মেসির। কিন্তু সেই ধারণা এবার বদলে দিয়েছেন তিনি। সবাইকে অবাক করে এক ভক্ত-অনুসারীকে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েছেন খোদ মেসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভক্ত-অনুসারীর সঙ্গে মেসির সেই কথোপকথনের স্ক্রিনশট। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, মেসি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে  সেই ভক্তকে জার্সি উপহার দিতে তার ঠিকানা চাইছেন।

মেসি সেই ভক্তকে পাঠানো বার্তায় লিখেছেন, 'হাই ভাই, আমি তোমার সেই পোস্টটা দেখেছি যেখানে তুমি জাতীয় দলের জার্সি নিয়ে গিভঅ্যাওয়ে করছিলে। তুমি যা লিখেছো, সেটা আমার খুব ভালো লেগেছে। তাই আমি চাই তোমাকে আমার সই করা একটি জার্সি উপহার হিসেবে পাঠাতে। তুমি তোমার বিস্তারিত তথ্য আর তোমার সেলুনের ঠিকানাটা আমাকে দাও, যাতে আমি সেটা পাঠাতে পারি।'

 মেসির বার্তা পেয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না সেই ভক্ত। প্রত্যুত্তরে তিনি লিখেছেন, 'উফ্‌ফ্‌ফ্‌ লিওওও, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে লিখেছো! আমি খুবই আবেগাপ্লুত! অনেক ধন্যবাদ!  অবশ্যই, আমি তোমার জার্সি চাই। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা আমার সেলুনের ঠিকানা, ওখানেই পাঠাও। আমরা তোমাকে ভালোবাসি লিও।'

তবে, মেসি সেই ভক্তকে তার জার্সি পাঠিয়েছেন কি–না, আর পাঠালেও তা তার হাতে পৌঁছেছে কি–না, তা জানা যায়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে