স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও শুরু হার দিয়েই। শ্রীলঙ্কা থেকে খালি হাতেই ফেরার শঙ্কা পেয়ে বসেছিল টাইগারদের। কিন্তু, টানা দুই জয়ে দূর্দান্ত এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখলো লিটন দাসের দল।
বুধবার (১৬ জুলাই) ৮ উইকেটের জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিলো বাংলাদেশ দল। একইসঙ্গে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদও পাওয়া হয়ে গেল বাংলাদেশের।
কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। লঙ্কান ব্যাটারদের সামনে সাক্ষাৎ দুঃস্বপ্ন হয়ে দাঁড়ান সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া শেখ মেহেদী। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
অবশ্য লঙ্কান ব্যাটিং লাইন আপে প্রথম ধাক্কাটা দেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তার করা প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কার হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে ২৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন দাসুন শানাকা; ইনিংসের শেষ ওভারে শরিফুলকে দুটি ছক্কা ও দুটি চারে তুলোধুনো করে শ্রীলঙ্কাকে এনে দেন লড়াইয়ের মতো সংগ্রহ। ৭ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
পরে রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তাতে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা। তবে তিনে নেমে সেই বিপদ সামাল দেন গত ম্যাচের নায়ক লিটন।
রানের খাতা খোলার আগেই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন লিটন দাস ও তানজিদ তামিম। ২৬ বলে ৩২ রান করে কামিন্ডু মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। কিন্তু, বাংলাদেশ দলের রান তখন ৮ ওভার ৩ বলে ৭৪।
এরপর ক্রিজে আসেন তৌহিদ হৃদয়। তার সঙ্গে মিলেই বাংলাদেশের বাকি কাজটা সেরে ফেলেন দুর্দান্ত খেলতে থাকা তানজিদ তামিম। ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে ২৫ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন তৌহিদ হৃদয়।