মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৪:২৯:১৪

চাপ নিয়েই ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা

চাপ নিয়েই ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ৭ম ম্যাচে আজ (মঙ্গলবার)সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে  মুখোমুখি হবে ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে ধোনি-কোহলিরা। অপরদিকে বাংলাদেশের কাছে হেরে চাপ নিয়েই ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

ভারতের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পথে এগিয়ে যাবে শ্রীলঙ্কা। এমনই সমীকরণ নিয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। তবে ম্যাচের আগে উভয় দলের দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা।

শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গার হাঁটুর সমস্যা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। ফলে টুর্নামেন্টেই তার খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। সাবধানী লঙ্কানরা তাই বাংলাদেশের বিপক্ষে তাকে মাঠে নামাননি।

ইনজুরি আতঙ্কে ভুগছে ভারতীয় শিবিরও। পিঠে আঘাত নিয়েই খেলছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইনজুরির কারণে অধিকাংশ সময় অনুশীলন করেননি ধোনি। রোহিতও আহত হয়েছেন।

আজকের ম্যাচে ভারতের হয়ে যারা মাঠে নামতে পারেন-শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা এবং যশপ্রীত বুমরাহ।

আজকের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে মাঠে নামতে পারেন- দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্দা সিরিবর্ধনে, দানুশ শনাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, চামারা কাপুগেদেরা, শেহান জয়াসুরিয়া, নুয়ান কুলাসেকেরা, রঙ্গনা হেরাথ, দুষ্মন্ত চামিরা এবং লাসিথ মালিঙ্গা/থিসারা পেরেরা।
১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/তমাল/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে