মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৪:৩৬:৪৭

বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ সাবেক ভারতীয় ক্রিকেটারের

বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ সাবেক ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক: যে কেউই স্বীকার করবেন বাংলাদেশ ক্রিকেট দল দিনে দিনে বেশ সমৃদ্ধ হয়ে উঠছে। আর এসবই বেশ কিছু তারকা ক্রিকেটারের দায়িত্বশীল এবং দেশিপ্রেমের ফল। গেলো বছরের শেষের দিকে দেশের মাটিতে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে দারুণ খেলে বাংলাদেশ।
টাইগারদের বিষয় গুলো যার পর নাই উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার জাদেজা। তিনি পাকিস্তানের একটি খেলার চ্যানেলে বিশ্লেষক হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন।

জাদেজা বলেন, ‘বাংলাদেশ দলটা দারুণভাবেই দাঁড়িয়ে গেছে। দলটা কোনো বিশেষ খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে।’

মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব নিয়েও মুগ্ধ জাদেজা, ‘মাশরাফির উপস্থিতিটাই বাংলাদেশের জন্য খুব বড় অনুপ্রেরণা। স্কোরকার্ডের দিকে তাকিয়ে দেখুন, ব্যাটে-বলে কিন্তু খুব বড় কোনো পারফরম্যান্স নেই তাঁর। কিন্তু বাংলাদেশের বোলিংয়ের সময় সবকিছু কী সুন্দর আর নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করল সে। মাশরাফিই দলের তরুণদের জন্য খুব বড় প্রেরণা।’


মুশফিকুর রহিমকে কিপিং থেকে সরিয়ে তরুণ নুরুল হাসানকে দলে নেওয়ার ব্যাপারটিও ইতিবাচক দৃষ্টিতে দেখেন জাদেজা। তিনি মনে করেন, এটা বাংলাদেশের নিজেদের একটা ভালো দল হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টারই অংশ, ‘মুশফিক কত বছর ধরে কিপিং করছে। সে কিপিংয়ে নির্ভরতা। কিন্তু সে দলে থাকতে তরুণ একজনকে কিপিংয়ের দায়িত্ব দেওয়াটাই তো ভবিষ্যৎ দৃষ্টির পরিচয়। এতে করে দুজনের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। মুশফিকের ছায়াতলে একজন নতুন কিপারকে তৈরি করার ব্যাপার হিসেবেও দেখতে পারেন এটিকে।’

সবশেষে মুস্তাফিজুর রহমান নিয়ে উচ্ছ্বাস ঝরেছে জাদেজার কণ্ঠে, ‘অসাধারণ বোলার সে। বলে কী অসাধারণ নিয়ন্ত্রণ! মুস্তাফিজদের মতো খেলোয়াড়দের উঠে আসাটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারই প্রমাণ।’-প্রথম আলো
১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে