মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৪:৩৬:৫৭

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের অভিযোগ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: আগামীকাল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের অষ্টম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের টাইগাররা। বাংলাদেশে চলমান এশিয়া কাপের এ মহারণ ম্যাচের টিকিট পেতে মিরপুরে উপচে পড়েছে ক্রিকেটপ্রেমীরা।

আজ সকাল থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখায় বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ ম্যাচের টিকিট কেউ কেউ হাতে পেলেও, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট কিনতে পারছেন না অনেকেই। এ ম্যাচের টিকিট কিনতে গতরাত থেকেই ইউসিবির মিরপুর শাখায় অপেক্ষা করছেন তারা।

আজ সকালে টিকিট বিক্রি শুরু হলেও, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট প্রত্যাশীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকিট। কেউ কেউ অভিযোগের সুর তুলেছেন কালোবাজারির। আর এজন্য অনেকেই আবার দায়ী করছেন পুলিশকে।

উল্লেখ্য-আগামীকালের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জিতলেই এশিয়া কাপের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। ইতিমধ্যে টাইগাররা দুইটি জয় নিয়ে চলতি এ টুর্নামেন্টে শীর্ষে রয়েছে।
১ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে