শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ০৪:০৫:৩০

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ : খেলা কবে কখন কোথায় জেনে নিন

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ : খেলা কবে কখন কোথায় জেনে নিন

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডেতে হতাশায় কাটলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে লিটন দাসের দল।

লঙ্কান সফর শেষে ইতোমধ্যে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। মাঝে একদিন বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে। এর বড় কারণ গত সিরিজের পারফরম্যান্স। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

অন্যদিকে, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। নেতৃত্বে আছেন সালমান আলী আগা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। এর আগে তারা পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে সালমান আগার দলের কাছে পাত্তাই (৩-০) পায়নি শান্ত-মুস্তাফিজরা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড :

সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে