মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৫:৩০:৪৯

যে কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশের একটি ম্যাচ বাতিল করল আইসিসি

যে কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশের একটি ম্যাচ বাতিল করল আইসিসি

স্পোর্টস ডেস্ক: আগামী ৮ মার্চ থেকে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০১৬ এর আসর। আসন্ন এ টুর্নামেন্ট থেকে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিয়েছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ বড় সংস্থা আইসিসি।

আগামী ৫ মার্চ ধর্মশালায় হংকংকে বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো টাইগারদের।  হংকং ও বাংলাদেশের অনুষ্ঠেয় প্রস্তুতি এ ম্যাচটি বাতিল করা হয়েছে।

এশিয়া কাপে বাংলাদেশের দারুণ পারফরমেন্সের জন্য তুলনামূলক দুর্বল দলের সাথে বাংলাদেশের খেলা বাতিল করেছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে ভারতের স্থানীয় একটি দলের বিপক্ষে হংকং খেলবে বলে জানিয়েছে আইসিসি।

বাংলাদেশে চলমান এশিয়া কাপে টাইগাররা সেরা অবস্থানে রয়েছে বাংলাদেশ দল।তাই গতকাল আইসিসি গণমাধ্যমকে এক বিবৃতি পাঠিয়ে এই ম্যাচ বাতিলের ঘোষণা দেন।

আইসিসি বাংলাদেশের এ প্রস্তুতি ম্যাচ বাতিল করার মূল কারণ হলো। চলতি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি জয় পেয়েছে বাংলাদেশ। আর মাত্র একটি জয় পেলে বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে।

আগামী ২ মার্চ সেই ম্যাচটি খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর এ ম্যাচে যদি বাংলাদেশ দল জয় কুড়ায় তাহলে ৬ মার্চ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলবে বাংলাদেশ দল।

প্রসঙ্গে- এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের ৬ তারিখে। ফলে ফাইনালে উঠলে সঙ্গত কারণেই বাংলাদেশ ওই ম্যাচ খেলতে পারবে না। শুধু তাই নয়, ৪ মার্চ ও ৬ মার্চ বিন্দ্রায় নেদারল্যান্ডস, আফগানিস্তান, স্কটল্যান্ড ও ওমানের প্রস্তুতি ম্যাচগুলো দিনের দুইটি ভাগে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আইসিসি।
১ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে