মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৮:১১:২৭

‘মুস্তাফিজের বিকল্প বোলার গোটা বিশ্বে আর কেউ নেই’

‘মুস্তাফিজের বিকল্প বোলার গোটা বিশ্বে আর কেউ নেই’

স্পোর্টস ডেস্ক : অজ পাড়াগাঁয়ের ছেলে, কিন্তু গোটা বিশ্বে তার বিকল্প নেই।  এমনই এক বাঁ-হাতি পেসার, যার নাম সবার মুখে মুখে।  মুস্তাফিজ থেকে কাটার মুস্তাফিজ।  মুস্তাফিজুর রহমানের চোটকে বড় ধাক্কা বলেই মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  

মাশরাফি বিন মুর্তজার মতে, এই বাঁ-হাতি পেসারের জায়গা নেয়া অন্য যে কারো জন্য হবে বড় চ্যালেঞ্জ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে সাইড স্ট্রেইন অনুভব করেন মুস্তাফিজ।  পরে স্ক্যানে ধরা পড়ে গ্রেড-১ স্ট্রেইন।  সতর্কতার জন্য এশিয়া কাপ থেকে তাকে তুলে নেয় বাংলাদেশ।  দলে নেয়া হয় ওপেনার তামিম ইকবালকে।  তিনি সদ্য সন্তানের মুখ দেখে দেশে ফিরেছেন।

প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে তার সবচেয়ে বড় অস্ত্রকে পাচ্ছেন না  মাশরাফি।  মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে হারানোর হতাশাটা লুকালেন না মাশরাফি।

তিনি বললেন, মুস্তাফিজ খেলতে পারছে না, আমাদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ।  যেভাবে খুব অল্প সময়ে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মুস্তাফিজ, সেটা অবিশ্বাস্য।  ওর জায়গা নিয়ে খেলার মতো কোনো বোলার বিশ্বে আরেকটা নেই।  ওর জায়গায় যে আসবে, তার জন্যও কাজটা খুবই চ্যালেঞ্জিং।

অবশ্য এই হতাশাটা আঁকড়ে থাকছেন না টাইগার অধিনায়ক।  একজন খেলোয়াড় হিসেবে বাস্তবতাটা আমি মানি, যে কারো যেকোনো সময় ইনজুরি হতেই পারে।  ওর না থাকা নিয়ে এখন আর ভাবছি না।  আমরা সামনের দিকে তাকাচ্ছি।  যারা আছে, তারা সেরাটাই দেবে।

বাংলাদেশ চার পেসার নিয়ে খেললে মুস্তাফিজের জায়গায় একাদশে আসবেন আবু হায়দার রনি।  বাড়তি স্পিনার নিতে চাইলে ঢুকবেন আরাফাত সানি। একাদশে যে-ই আসুক, তার কাছে অতি প্রত্যাশা না করতে অনুরোধ করলেন মাশরাফি।

বললেন, আসলে এসব নিয়ে আরো ভাবতে হবে।  কম্বিনেশন, প্রতিপক্ষ- এসব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।  যদি মনে করি, মুস্তাফিজের জায়গায় যে আসবে, সে ওর মতোই পারফর্ম করবে, বলাটা অন্যায় হবে।  এ বিষয়ে সবার মনে রাখা উচিত বলে আমি মনে করি।
১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে