মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৯:০০:০৮

মাশরাফির সাথে বড় ধরনের বাটপারি

মাশরাফির সাথে বড় ধরনের বাটপারি

স্পোর্টস ডেস্ক: যার আর্দশ মেনে বাংলাদেশের তরুণরা লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর জন্য মেতে উঠেন আবার যার হাতের বোলিং জাদুতে মুগ্ধ হয়ে মাঠ কিংবা মাঠের বাহিরে ‘সাবাস বাংলাদেশ’ স্লোগানে কম্পিত করে তুলেন গোটা বিশ্ব। সেই টাইগার দলের দলপতি মাশরাফি বিন মুর্তজার সাথে আজ বড় ধরনের এক বাটপারি করেছে এই দেশেই একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার এসএমই লোন সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান টাইগারদের রঙিন পোশাকের এই অধিনায়ককে চাকরি জন্য নিয়োগ পত্র দেন। আসলো এটা কোনো চাকরি না। চাকরি নামে বাটপারি কিংবা প্রতারণার নতুন কৌশল!

মঙ্গলবার এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাশরাফি যখন এ নিয়োগ পত্র পান। তখন ব্যাপারটা নিয়ে বড়ই অদ্ভুত হলেন মাশরাফি। কারণ নিজে চাকরি পাচ্ছেন আর নিজেই জানেন না; এটা কেমন! মাশরাফি যখন জানতে চাইলেন তখন জানলেন তার সাথে নাকি প্রতিষ্ঠানটির এ নিয়ে চুক্তিও হয়ে গেছে।

অবাক কাণ্ড তিনি চাকুরির কোন আবেদনই করেননি। এমন কী? এসএমই লোন সার্ভিসের সাথে চুক্তি তো দূরে কথা, কোনদিন কথাই হয়নি। তখন বিস্তারিত জানান ইচ্ছা হলো বাংলাদেশ দলের এ অধিনায়কের।

মাশরাফিকে পাঠানো নিয়োগ পত্রে প্রতিষ্ঠানটির ঠিকানা ২২, দিলকুশা, ঢাকা। নিচে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ইডি হিসেবে কোনো কে.টি. আহমেদের সই। মাশরাফির জন্য এই ফ্রেমে বাধানো নিয়োগ পত্রটি মঙ্গলবার এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ঠিকানায়। ডাক যোগে পাঠানো হয়েছে তা।

অনুশীলনে ফ্রেমে বাধানো সেই নিয়োগ পত্র দেখে মাশরাফি তো বিস্মিত। প্যাডে থাকা ফোন নম্বরে ফোন দিলেন। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, তাদের সাথে নাকি মাশরাফির চুক্তি হয়ে গেছে! মাশরাফি চ্যালেঞ্জ করে বলেন, "আপনাদের সাথে তো আমার কোনো কথাই হয়নি। এরকম জালিয়াতি কেন করছেন?" অন্য প্রান্ত থেকে বলা হয়, "সরি ভাই। আমাদের ভুল হয়ে গেছে।

মাশরাফি নিজে সবাইকে জানান, এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো ধরণের সম্পর্ক নেই তার। নিয়োগপত্রের ভাষাতেই তাদের উদ্দেশ্য পরিষ্কার! পরে তারকাদের নাম ভাঙ্গিয়ে ব্যবসা করাদের সতর্কও করে দিলেন মাশরাফি।   
১ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে