মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৯:১৫:০২

শ্রীলঙ্কার সাথেও ভারতীয় বোলারদের দাপট

শ্রীলঙ্কার সাথেও ভারতীয় বোলারদের দাপট

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার এশিয়া কাপের সপ্তম দিনে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারের ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ভারতীয় দল এখন লঙ্কানদের ছুঁয়ে দেয়া ১৩৪ এ রানের টার্গেটে ব্যাট করতে মাঠে নামবে।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এক ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। টস নামক ভাগ্য পরীক্ষা উত্তীর্ণ হন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। অপরদিকে টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয় লঙ্কানরা। জয়ের জন্য ভারতের সামনে ১৩৯ রানের টার্গেট দিল অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় ৬ রানের মাথায় দিনেশ চান্দিমালকে হারিয়ে ফেলে তারা। ভারতের অভিজ্ঞ পেসার আশিস নেহরার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ তুলে দেন চান্দিমাল। প্যাভিলিয়নের পথ ধরার জন্য তর সইল না ওয়ান ডাইনে নামা সিহান জয়সুরিয়ার। তিনি শিকারে পরিণত হন ভারতের তরুণ পেসার জসপ্রিত বুমরাহর। ১৫ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

এদিন ফর্মহীনতায় ভুগতে থাকা তিলকরত্নে দিলশান উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন। কিন্তু ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডের জন্য পারলেন না। দিলশান বিদায় নিলেন ব্যক্তিগত ১৮ রানের মাথায়। ১৬ বল মোকাবিলা করে এ রান করেন তিনি। এরপর দলকে টানেন চামারা কাপুগেদারা। ৩২ বলে ৩০ রান করে বুমরাহর বলে পরাস্ত হন।
১ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে