স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিলো লিটন দাসের দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে বড় সুখবর পাবে টিম টাইগার্স।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে খুব একটা ভালো অবস্থানে নেই এক কালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। কুড়ি ওভারের র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৮ম। যেখানে দুই ধাপ পিছিয়ে দশম স্থানে বাংলাদেশ। পাকিস্তানকে এই সিরিজে হোয়াটওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি হতে পারে।
পাকিস্তানের বিপক্ষে ২২০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে টাইগাররা। সেখানে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের দল। সিরিজের বাকি দুই ম্যাচ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ থেকে বেড়ে ২২৩-এ দাঁড়াবে।
বর্তমানে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২২৩। ফলে ভগ্নাংশের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই র্যাঙ্কিংয়ের ৯ এ অবস্থান করবে। এক্ষেত্রে বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে দশে নেমে যাবে আফগানিস্তান।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলে ৪ পয়েন্টে খোয়াবে পাকিস্তান। তবে পয়েন্ট হারালেও র্যাঙ্কিংয়ের সেরা আটেই থাকবে এককালে বিশ্ব মাতানো পাকিস্তান। তবে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে ১ রেটিং পয়েন্ট বাড়বে। পাকিস্তান হারাবে দুই পয়েন্ট। তবে র্যাঙ্কিংয়ের অবস্থান থাকবে অপরিবর্তিত।
সিরিজের শেষ ম্যাচ যদি পাকিস্তান জিতে যায়, তবে সুখবর পাবে না কোনো দল। বরং উভয় দলের পয়েন্ট ও অবস্থান অপরিবর্তিত থাকবে। দেখার বিষয়, সিরিজ শেষে ফলাফল কোথায় গিয়ে থামে।