বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ০৩:১৭:২৮

দীর্ঘদিন পর টপ টেনে ফিরলেন 'কাটার মাস্টার'

দীর্ঘদিন পর টপ টেনে ফিরলেন 'কাটার মাস্টার'

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে প্রতিযোগিতায় নাম লিখিয়ে এবার টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির সদ্য প্রকাশিত পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই একাধিক টাইগার ক্রিকেটার নজর কেড়েছেন।

দুই ম্যাচে তিন উইকেট নিয়ে আবারও সেরা দশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন নবম স্থানে। টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন পর টপ টেনে ফিরলেন 'কাটার মাস্টার'।

তার পাশাপাশি আরও তিনজন বাংলাদেশি বোলার উল্লেখযোগ্য উন্নতি করেছেন। অফস্পিনার শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৭ নম্বরে। আর শরীফুল ইসলাম ১৪ ধাপ অগ্রসর হয়ে উঠে এসেছেন ৪৩ নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও দারুণ অগ্রগতি হয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। ওপেনার তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে। মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে এখন ৩৯ নম্বরে। দুইজনই পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ভালো ব্যাট করেছেন।

সবচেয়ে বড় চমক অবশ্য জাকের আলী অনিক। ১৭ ধাপ এগিয়ে এখন তিনি নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন ৫৩তম স্থানে। ধারাবাহিক ইনিংস খেলে এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার নজর কেড়েছেন নির্বাচকদেরও।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ দলের দারুণ পারফরম্যান্সই এই অগ্রগতির মূল কারণ। দুই ম্যাচেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে জিতেছে টাইগাররা। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়ে তৈরি এই দলটি ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন র‍্যাঙ্কিংয়ের প্রতিটি পয়েন্ট বিশ্বকাপের প্রস্তুতির অংশ। তাই আইসিসি র‍্যাঙ্কিংয়ে এই অগ্রগতি শুধু পরিসংখ্যান নয়, বরং আত্মবিশ্বাস বাড়ানোর বড় মাধ্যম হিসেবেও বিবেচিত হচ্ছে।

র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা:

মোস্তাফিজুর রহমান – ১৭ ধাপ এগিয়ে ৯ম

শেখ মেহেদী হাসান– ৯ ধাপ এগিয়ে ১৬তম

তানজিম হাসান সাকিব – ৯ ধাপ এগিয়ে ৩৭তম

শরীফুল ইসলাম – ১৪ ধাপ এগিয়ে ৪৩তম

তানজিদ হাসান– ১৮ ধাপ এগিয়ে ৩৭তম

তাওহীদ হৃদয় – ২ ধাপ এগিয়ে ৩৯তম

জাকের আলী – ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৩তম

সিরিজের শেষ ম্যাচে জয় পেলে র‍্যাঙ্কিংয়ে আরও বড় উল্লম্ফন ঘটতে পারে টাইগারদের। এখন দেখার পালা, এই ছন্দ তারা কত দূর পর্যন্ত ধরে রাখতে পারে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে