মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ১০:১৮:২৯

টাইগার দলের চার পেসার তত্ত্বে পরিবর্তন

টাইগার দলের চার পেসার তত্ত্বে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ টি২০-তে প্রথম তিন ম্যাচে চার পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ দল। তবে সোমবার থেকে উইকেটে পরিবর্তন এসেছে। ঘাস ছেঁটে ফেলা হয়েছে। বিষয়টি মাথায় রেখেই হয়তো বাংলাদেশ দল তাদের চার পেসার তত্ত্বে পরিবর্তন আনছে।যদিও দলের অধিনায়ক মাশরাফি বিষয়টিকে সেভাবে ব্যাখ্যা করছেন না।

বরং মুস্তাফিজুর রহমানের ইনজুরির কারণেই দল থেকে পেসার একজন কমে যাচ্ছে বলে অভিমত মাশরাফির। সে ক্ষেত্রে পরিবর্তে ব্যাটিংয়ে বাড়ানো হয়েছে শক্তি। হার্ডহিটার ওপেনার তামিম ইকবালকে নেওয়া হয়েছে দলে। মাশরাফির কথায় পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হলেও বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, তারা শেষ পর্যন্ত সব বিকল্প পথই খোলা রাখতে চান।

বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে যে একাদশের কম্বিনেশনটা পরিবর্তন হয়ে গেছে তা স্বীকার করলেন মাশরাফি। তিনি বলেন, ‘কম্বিনেশনে তো পরিবর্তন হয়েই গেছে। যেহেতু মুস্তাফিজ খেলতে পারছে না, তাই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। ওর জায়গা নিয়ে খেলার মতো কোনো বোলার এখন বিশ্বেই নেই। তারপরও ওর জায়গায় যে আসবে তার জন্য কাজটা খুবই চ্যালেঞ্জিং হবে। আমরা ওর না থাকা নিয়ে এখন আর ভাবছি না। আমরা সামনের দিকে তাকাচ্ছি। যারা আছে, তাদের সেরাটা নিয়েই আমরা খেলব।’

বাংলাদেশ কি শেষ পর্যন্ত পেস কম্বিনেশন ঠিক রাখতে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে নিতে পারে? জানতে চাইলে মাশরাফি অবশ্য তেমন সম্ভাবনার ব্যাপারে ইতিবাচক কিছু বলেননি। তিনি বলেন, ‘আমাদের আসলে এসব নিয়ে আরও ভাবতে হবে। কম্বিনেশন, প্রতিপক্ষ― এসব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। মুস্তাফিজের বিষয়ে বলি, আমরা যদি মনে করি মুস্তাফিজের জায়গায় যে আসবে সে ওর মতোই পারফর্ম করবে, তাহলে এটা খুবই কঠিন ব্যাপার হবে।’

মাশরাফি কম্বিনেশনে পরিবর্তনের ইঙ্গিত দিলেও বিষয়টি নিয়ে এখনই অবস্থান পরিষ্কার করতে চাইছেন না বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কন্ডিশনের ওপর নির্ভর করে একাদশে পরিবর্তন আনার কথা জানান তিনি। বাংলাদেশ কোচ বলেন, ‘এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। তবে আমরা সব বিকল্প পথই খোলা রাখছি। কন্ডিশন বিবেচনায় পরিকল্পনা চূড়ান্ত হবে। সেভাবেই আমরা একাদশ নির্বাচন করব। আমাদেরকে আবেগী হলে চলবে না। আমরা বাস্তবতা মাথায় রেখে প্রত্যেক ম্যাচেই পরিবর্তন আনছি।-দি রিপোর্ট
১ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে