বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২২:৫৫

আজই দল চূড়ান্ত করবেন লোপেজ

আজই দল চূড়ান্ত করবেন লোপেজ

স্পোর্টস ডেস্ক : ৪১ জনের দল হলেও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে এনামুল হককে এক সপ্তাহের ছুটি দিয়েছেন লোপেজ। আশরাফ মাহমুদ লিংকন, শাহেদুল আলম শাহেদ, কেস্ট কুমাররা ইনজুরিতে পরে ছিটকেই গেছেন। ভাড়ায় খেলার দায়ে দলে নেই  হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। আর জামাল ভুইয়া এখনও দেশে ফেরেননি। নাসিরউদ্দিন চৌধুরী দলের সঙ্গে অনুশীলন করলেও তার অবস্থা সন্তোষজনক নয়। এই সাতজনকে বাদ দিয়ে দল গোছাতে শুরু করেন লোপেজ।

আজ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে ম্যাচ খেলার পর চূড়ান্ত দল দেবেন এই ইতালিয়ান কোচ। লোপেজের নতুন দলে সিনিয়র জুনিয়রের কোনো ভেদাভেদ থাকবে না বলে জানালেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। গতকাল অনুশীলন শেষে জাতীয় দলের এ ফুটবলার বলেন, কোচের একটাই কথা, টিমে টিকে থাকতে হলে সবাইকে অবশ্যই পরিশ্রম করতে হবে। যারা বেশি পরিশ্রম করবে তারাই খেলবে।

দল তৈরিতে অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে ম্যাচটি অনেক গুরুত্ব দিচ্ছেন ফ্যাবিও লোপেজ। এমিলি বলেন, ‘আগামীকাল (আজ) একটি ম্যাচ আছে। সেই ম্যাচটিতেই তিনি দেখবেন, কার কী অবস্থা। তারপর হয়তো টিম ছোট করে বিকেএসপিতে ক্যাম্প শুরু করবেন’। নতুন এই কোচের কাছে পাঁচ দিনে কী শিখলেন জানতে চাইলে এমিলি বলেন, ওর কথা একটাই, প্রতিপক্ষ কারা সেটা দেখার সময় নেই। তিনি (লোপেজ) আমাদের  শেষ ম্যাচগুলো দেখেছেন, বিশেষ করে অস্ট্রেলিয়া ও জর্ডানের বিপক্ষে। উনি বলেছেন, আমরা গোল খাই কোন সমস্যা নেই তবে প্রতিপক্ষের জালেও গোল দিতে হবে। ৫-০ টা যে ৫-১, ৪-০টা ৪-২ করতে হবে। মোট কথা গোল করার ক্যাপাসিটি আমাদের তৈরি করতে হবে।

আগামী ১৩ অক্টোবর বিশকেকে কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জন্য আলাদা কোনো পরিকল্পনা কোচ নিয়েছেন কিনা জানতে চাইলে দীর্ঘদিন জাতীয় দলে খেলা এই ফুটবলার বলেন, দল ছোট করার পর কোচ হয়তো ওই বিষয়ে কাজ করবেন। ম্যাচ প্ল্যান নিয়ে কিছুই হয়নি।’ আজ খেলার পরই ঈদুল আজহার দু’দিনের ছুটিতে যাবেন ফুটবলাররা। ফিরবেন ২৭ সেপ্টেম্বর। এর পরেই কিরগিজস্তান ম্যাচ নিয়ে কাজ শুরু হবে বলে জানান এমিলি।

স্ট্রাইকারদের স্কোরিং সক্ষমতা বাড়ানো প্রসঙ্গে জাতীয় দলের এই ফরোয়ার্ড বলেন, আমরা শেষ দু‘টি কোয়ালিফায়ার্সের ম্যাচে গোল করার তেমন প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল নিজেদের ডিফেন্স ঠিক করে চেষ্টা করবো। তারপরও জর্ডান ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছি। কোচের কথা হলো সুযোগ আরও অনেক বাড়াতে হবে। একটা সুযোগকে গোলে পরিণত করা কঠিন। সুযোগ বেশি তৈরী করতে পারলে গোল আসবে। সাফ ফুটবল নিয়ে এমিলির মন্তব্য হলো, সাফের আগে দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করা আমার মনে হয় ঠিক হবে না।

তাহলে মনে হয় না আমরা সাফে ভাল কোন রেজাল্ট করতে পারবো। নিজের অভিজ্ঞতা থেকে এমিলি বলেন, ‘আমি ৫টা সাফ খেলেছি, তার অভিজ্ঞতা থেকেই একজন সিনিয়র প্লেয়ার হিসেবে বলছি সাফ খুব কঠিন একটা টুর্নামেন্ট আমাদের জন্য। আমার মতে এটা কিরগিজ, জর্ডান ম্যাচের চেয়েও কঠিন। কারণ, এখানে সবাই ভাল প্রস্ততি নিয়ে আসে। সবাই জিততে চায়।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে