শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ০৯:২৬:৩১

নিষিদ্ধ করা হলো মেসিকে

নিষিদ্ধ করা হলো মেসিকে

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলতে পারেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। যার ফলে ১ ম্যাচের পেয়েছেন এই দুই তারকা।

ফলে রোববার (২৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ইন্টার মায়ামি।

মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে অল স্টার ম্যাচের জন্য মেজর লিগ সকারের প্রাথমিক দলে ছিলেন মেসি ও আলবা। মায়ামির আর কেউ ছিলেন না এই দলে। কিন্তু দুজনের কেউই ওই লড়াইয়ে অংশ নেননি।

জানা গেছে, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেভাগেই এমএলএসকে জানিয়েছিল যে, মেসি ও আলবা ম্যাচটিতে অংশ নেবেন না। তবে তারা কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেয়নি। তাই নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোলসংখ্যা সমান। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

তাই সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসিকে না পাওয়াটা হতাশার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জন্য। তার ভাষ্য, আমার দল) চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং এত বেশি ম্যাচ ও সময় খেলায় মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা গেছে। শারীরিকভাবে খেলোয়াড়দের সবসময়ই কিছু অস্বস্তি থাকে, বিশেষ করে যখন তাদেরকে প্রতি তিন দিনে ম্যাচ খেলতে হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে