স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে অগনিত নিউজ আইটেমে গুঞ্জন আর গুজবও কিন্তু কম নেই। মাঠের বাইরে সারা বছর নানা গুঞ্জন, গুজবের ছড়াছড়ি। এই যেমন মাঝে একটি গুজব হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় আলোড়ন তুলে ফেলে। তাহলো, মাহমুদউল্লাহ রিয়াদ বিসিবির অফার ফিরিয়ে দিয়েছেন।
শিরোনাম পড়ে অনেকেই হয়ত ভেবেছিলেন, বিসিবি হয়ত মাহমুদউল্লাহ রিয়াদকে আবার জাতীয় দলে ফেরার অনুরোধ করেছিল, রিয়াদ তা রাখেননি।
পরে জানা গেল বিসিবি সাবেক ক্রিকেটারদের ক্রিকেীয় কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে সাবেক ক্রিকেটার বিশেষ করে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারির কোর্সে ডেকেছিল। রিয়াদ সেই ডাক প্রত্যাখ্যান করেছেন।
ফেসবুকে এমনভাবে খবরটি আসে, যা শুনে অনেকেই মনে করেছিলেন বিসিবির অফারটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন রিয়াদ। ব্যাপারটি আসলে মোটেই তেমন নয়।
বিসিবি চেয়েছে জাতীয় দলের সাবেক নামী ক্রিকেটারদের ম্যাচ রেফারির কোর্স করাতে। যাতে করে তারা ইচ্ছে করলেও পরবর্তীতে ম্যাচ রেফারি হতে পারবেন। যা সম্মানের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও মন্দ না।
কিন্তু যাকে নিয়ে এত কথা, সেই মাহমুদউল্লাহ রিয়াদ তো এখনো খেলা ছাড়েননি। জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনো নিয়মিতই অংশ নেন। হয়ত খেলবেন আরও কয়েক বছর। কাজেই তার ম্যাচ রেফারির কোর্স করে ম্যাচ রেফারি হবার প্রশ্নই আসে না। তাই তিনি ম্যাচ রেফারিদের জন্য যে কোর্স হচ্ছে, সেখানে আসেননি।
আজ শনিবার বিকেলে শেরে বাংলায় মিডিয়ার সামনে তা তুলে ধরে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটি প্রধান ইফতিখার রহমান মিঠু জানান, ‘মাহমুদউল্লাহ রিয়াদ আরও কিছুদিন স্থানীয় লিগ খেলতে চায়। আমার সাথে ওর কথা হয়েছে। ক্যারিয়ার শেষ হলে এটা শুরু হবে। খেলোয়াড়ি জীবনে তো আপনি ম্যাচ রেফারি হতে পারবেন না। সে জন্য কোর্সে আসেনি।’