স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক বিশ্বাস করেন, টেস্টে সাফল্যের জন্য এখনও বাংলাদেশকে অনেক পথ পাড়ি দিতে হবে। গতকাল ভারতে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের টেস্টের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। বর্তমানে জাতীয় দলের এই কোচ ভারত সফরে রয়েছেন জাতীয় ‘এ’ দলের প্রধান কোচ হয়ে। তিনি বলেন, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য এখনও অনেক দূরের পথ যেতে হবে। এটাই বস্তবতা। তবে এখন আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আর টেস্টে এগিয়ে যেতে ওয়ানডে জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস বেশ কাজে দেবে।
জাতীয় দলের বোলিং কোচ যে এ কথা মিথ্যা বলেননি তার প্রমাণ ভারতে কর্নাটক দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনই বাংলাদেশের মুখ থুবড়ে পড়া। ওয়ানডেতে যতটা আলোকিত বাংলাদেশ টেস্টে ততটাই পিছিয়ে। যদিও সম্প্রতি পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডেতে সিরিজ হারিয়ে ও হোয়াটওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। আর সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টেস্টে বেশ উন্নতির লক্ষণ দেখিয়েছে।
অস্ট্রেলিয়া বিশ্বকাপের সাফল্যের পর দেশের মাটিতেও বেশ সফল বাংলাদেশ। এ বছর বাংলাদেশের সফলতার প্রায় পুরোটাই দেশের মাটিতে। এ নিয়ে অবশ্য প্রশ্নও উঠেছে। অনেক ক্রিকেট বোদ্ধাই ধারণা করেন দেশের মাটিতে যতটা উজ্জ্বল টাইগাররা, বিদেশের মাটিতে ততটা হবে না। কিন্তু দলের বোলিং কোচ হিথ বিশ্বাস করেন, এই একই রকম সাফল্য বিদেশের মাটিতেও বাংলাদেশের জন্য সম্ভব, যদি বাংলাদেশকে দেশের বাইরে খেলার বেশি সুযোগ করে দেয়া হয়।
তিনি বলেন, ‘দেশের বাইরে ভাল করার একমাত্র উপায় বাইরে বেশি বেশি করে খেলা। যেমন, আমরা ভারত সফরে এসেছি। বিসিবি এমন কিছুরই চেষ্টা করছে। ‘এ’ দলের এই সফর বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
বাংলাদেশ দলের বর্তমান সাফল্যে বড় চমক বেশ কিছু পেস বোলারের আগমণ। টেস্টে ২১৬ ও ওয়ানডেতে ২৩৯টি উইকেট নেয়া হিথ স্ট্রিকের কোচিংয়ে সাফল্যের দেখা পেয়েছে মুস্তাফিজ, তাসকিন ও রুবেলদের মতো তরুণ পেসাররা। এ বিষয়ে হিথ বলেন, ‘আসলে কাজটি আমার জন্য সহজ ছিল তাদের মধ্যে প্রতিভা থাকার কারণেই। আমি কেবল ওদের নিয়ে কাজ করছি।
এদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক হওয়ার ও চাপ নেয়ার ক্ষমতাও আছে।’ এছাড়াও বাংলাদেশের প্রতিভাবান বোলারদের পেয়ে নিজেকে বেশ সৌভাগ্যবানও মনে করেন এ কোচ। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব ভাগ্যবান যে, এমন প্রতিভাবান ও খেলার জন্য ক্ষুধার্ত কিছু বোলারের সঙ্গে কাজ করতে পারছি।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে