স্পোর্টস ডেস্ক : ‘ছক্কা’ নাঈম ইসলাম জাতীয় দলে নেই। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি।
সদ্য শুরু হওয়া ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে এক ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৬ রান।
গত আসরে নাঈম ছিলেন সেরা ব্যাটসম্যানদের তালিকায়। ৭ ম্যাচে ৭৮.১১ গড়ে ৭০৩ রান করেছেন রংপুরের নাঈম। ডানহাতি এই ব্যাটসম্যান তিনটি সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফসেঞ্চুরির ইনিংসও খেলেছেন।
২০১৪ সালে শেষ ওডিআই খেললেও নাঈম সবশেষ টেস্ট খেলেছেন ২০১২ সালে। দল থেকে কেন বাদ পড়েছেন তা আজো তার কাছে অজানা!
অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসছে আগামী ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী ৩ থেকে ৫ অক্টোবর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। অজি দলের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম বিসিবি একাদশে জায়গা পেয়েছেন। জাতীয় দলে ডাক না পাওয়ার আক্ষেপ আছে! কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বিসিবি একাদশে জায়গা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন নাঈম।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নাঈম বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাও সৌভাগ্যের। ভালো একটা দল নিয়ে ওরা আসছে। ওদের ভালো বোলার আছে, ভালো পেসার আছে। সিডল, স্টার্ক খেলবে। যারা আন্তর্জাতিক ক্রিকেটে নামিদামী বোলার। যদি ওদের বিপক্ষে ভালো করতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগবে। এ কারণেই নিজেকে ভাগ্যবান ভাবছি।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া দলের হয়ে বাংলাদেশ মাতাতে আসছেন মিচেল স্টার্ক, পিটার সিডলের মত পেসার। তাদের সঙ্গ দিবেন মিচেল মার্শ ও আন্দ্রে ফেকেট। ৩০ বছরের ফেকেট জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন নিয়মিত। ১৮টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি নিয়েছেন ৬২ উইকেট, গড় ২৬.৬৬।
বড় স্কোর গড়ে জাতীয় দলে ফেরার ইচ্ছে নাঈম ইসলামের আছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই যে আলো ছড়াতে হবে এরকম কোনো ইচ্ছে তার নেই! নিজের স্বাভাবিক খেলা খেলে ভালো বোলিং আক্রমণের বিপক্ষে বড় স্কোরের ইচ্ছে তার।
সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে। নাঈম খেলছেন গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগের হয়ে। যেভাবে লিগ শুরু করতে চেয়েছিলেন সেভাবে পারেননি। তবে গত আসরের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে ৩১ বছরের নাঈম ইসলামের।-রাইজিংবিডি
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে