স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইস্টবেঙ্গল। ১০ দিন ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়লেন কলকাতার লাল–হলুদ ফুটবলাররা। এদিন ঘণ্টাখানেক অনুশীলনের পর জিমেই সময় কাটালেন প্রহ্লাদ, রফিকরা। আসন্ন দূর্গা পুজার সময় বাংলাদেশে ‘বঙ্গবন্ধু কাপ’ খেলতে আসার আগে আইএসএলে বলিউড তারকা হৃত্বিকের দল এফ সি পুণে সিটি–র সঙ্গে ২৮ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ইস্টবেঙ্গল।
যার জন্য তার আগের দিনই পুণের উদ্দেশে রওনা দেবে দল। তবে বাংলাদেশের টুর্নামেন্টের আগে কিছু নতুন ফুটবলারকে লিয়েনে নেওয়ার কথা পরিকল্পনায় রেখেছেন লাল–হলুদ টিম ম্যানেজমেন্ট। যেমন আর্মি একাদশের পি জৈন, অর্জুন টুডু–র মতো কলকাতা লিগে ভাল খেলা বেশ কিছু ফুটবলার। তবে চূড়ান্ত হয়নি। আই এস এলে ফুটবলার চলে যাওয়ার পর কোচ বিশ্বজিতের হাতে পড়ে রয়েছে জনা ১৭ ফুটবলার। যার মধ্যে তিনজন গোলরক্ষক। বাংলাদেশ সফরে যাতে কোনও ঝঁুকির মধ্যে পড়তে না হয় তারজন্যই এরকম ভাবনা।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি