অগ্নি পান্ডে: গত রবিবার তিনি বেহালার বাড়িতে বসেই অ্যাটলেটিকো দি কলকাতার জার্সিতে সই করে দিয়েছিলেন। যা কিনা নিয়ে যাওয়া হবে ফুটবলসম্রাট পেলের কাছে। হঁ্যা, সৌরভ গাঙ্গুলির স্বাক্ষরিত অ্যাটলেটিকো দি কলকাতার জার্সি পেয়ে উচ্ছ্বসিত পেলে। কলকাতায় আসার আগে কলকাতার বিশেষ উপহার পেয়ে গেলেন ফুটবলসম্রাট।
মঙ্গলবার সৌরভের জার্সি হাতে পেয়ে ছবিও তুলেছেন পেলে। অ্যাটলেটিকো দি কলকাতার জার্সির গায়ে সৌরভ লিখেছেন: ‘টু পেলে, দেখা হবে কলকাতায়।’ তার নিচে সই করেছেন সৌরভ। রবিবার কলকাতায় বসে পেলের পাঠানো ব্রাজিল জার্সি পেয়েছিলেন সৌরভ। এনে দেন উদো্যক্তা শতদ্রু। বিলেত থেকে ফোনে শতদ্রু জানালেন, ‘দাদার জার্সি পেয়ে পেলে খুবই খুশি হয়েছেন। উনি কলকাতায় আসার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।’
মহারাজও সম্রাটের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। পেলের সঙ্গে দেখা হলে তিনি কী প্রশ্ন করবেন, তা–ও মনে মনে ঠিক করে রেখেছেন। হাসতে হাসতে সৌরভ যা বলছেন, ‘আমি পেলের কাছে একটা প্রশ্নই করব, আপনার চোখে কে বড়? আপনি না মারাদোনা?’ ১২ অক্টোবর নেতাজি ইনডোরে সেই প্রশ্নের উত্তর পেলে কী দেন, তার অপেক্ষায় সৌরভ–সহ গোটা কলকাতা।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি