স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামছে ইন্টার ময়ামি। ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৬টায়। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির ইনজুরি। দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট হওয়ার আগেই এল এ গ্যালাক্সির বিপক্ষে তাকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ জন্য ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হচ্ছে মেসির।
দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এটাই একমাত্র সুসংবাদ। তবে এই সংবাদের ভেতরেও রয়েছে অনিশ্চয়তা। অনুশীলনে ফিরলেও আর্জেন্টাইন অধিনায়ক লিগস কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে নেই স্পষ্ট কোনো বার্তা।
সময় ভালো যাচ্ছে না মেসির। ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে। অথচ কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন তিনি। চলতি মৌসুমেই মিস করেছেন চার ম্যাচ। মেসির মতো অবস্থা না হলেও ইনজুরিতে ছিলেন জর্ডি আলবাও। সুখবর তাদের দু-জনই ফিরেছেন অনুশীলনে। অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আলবা মোটামুটি নিশ্চিত।
এ বিষয়ে সহকারী কোচ হাভিয়ের মোরালেস বলেন, ‘জর্ডি আলবা এবং লিওনেল মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে। এখন আমরা দেখবো সারদিন সে (মেসি) কেমন অনুভব করে। আগামীকাল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, পরের ম্যাচে সে খেলতে পারবে কি না। তবে তাদের যে আমরা অনুশীলনে পেয়েছি এটাই অনেক বড় বিষয়। আমরা আশা করছি সে দলে থাকবে। তার আসলে যে ধরনের ইনজুরি হয়েছে, এটা পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই। এটাই হচ্ছে পূনর্বাসন প্রক্রিয়া।’
এই মুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার ইন্টার মায়ামি কোচিং স্টাফ। অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট না হওয়ার পরও এল এ গ্যালাক্সির বিপক্ষে তাকে মাঠে নামানো হয়েছিল। এ জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে হাভিয়ের মাশ্চেরানোকে। যদিও সিদ্ধন্তটা একক ছিল না বলেই জানিয়েছেন ইন্টার মায়ামি সহকারি কোচ।
তিনি বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত আমরা আলোচনা করেই নেই। বিষয়টা এমন না যে হাভি একা এই সিদ্ধান্ত নিয়েছে। বাইরে থেকে দেখে আপনি খুব বেশি বুঝবেন না। মেসিকে খেলানো এটা শুধু কোচিং স্টাফের সিদ্ধান্ত ছিল না। টিম ডক্টর সবকিছু পর্যবেক্ষণ করেই সবুজ সংকেত দিয়েছিলেন। এরপরই তাকে খেলানো হয়েছে। তবে অনেক সময়ই কারণ তছাড়াই কিছু ঘটনা ঘটে যায়। আমরা যেটা করেছি সেটা দলের স্বার্থেই। তারপরও আরো সতর্ক হওয়া উচিৎ ছিল। কারণ ফুটবলারটা লিওনেল মেসি।’
অরল্যান্ডো সিটির বিপক্ষে পরিসংখ্যানও খুব একটা সমৃদ্ধ নয় ইন্টার মায়ামির। গেলো মৌসুমে ওদের বিপক্ষে হেরেছিল দুটো ম্যাচ। তাই শীর্ষ চারের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে হেরন্স। সেটা আরও বড় করে তুলেছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা।