স্পোর্টস ডেস্ক : আকস্মিক বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তানের জনজীবন। মৌসুমি ভারি বর্ষণের কারণে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে হয়ে পড়েছেন গৃহহীন। দুর্গত এসব মানুষের সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে একটি বিশেষ ক্রিকেট ম্যাচের। সেই ম্যাচে খেলবেন পাকিস্তানের একাধিক কিংবদন্তি ক্রিকেটার।
খাইবার পাখতুনখোয়ার ক্রীড়া মহাপরিদপ্তর ও প্রাদেশিক সরকারের সহযোগিতায় এরই মধ্যে তারকাখচিত স্কোয়াড ঘোষণা করেছে পেশোয়ার জালমি। ২২ সদস্যের দলে আছেন কিংবদন্তি সাবেক অধিনায়ক ও তারকা খেলোয়াড় শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, ইউনিস খান, মোহাম্মদ হাফিজ, রশিদ লতিফ, বাবর আজম, ওয়াকার ইউনিস, মোহাম্মদ ইরফান, আজহার মাহমুদ, সাঈদ আজমল, আব্দুর রহমান ও জুলফিকার বাবররা।
শনিবার (৩০ আগস্ট) পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ম্যাচের মূল স্লোগান রাখা হয়েছে ‘খেল সে খিদমত’ (খেলার মাধ্যমে সেবা)। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হবে লিজেন্ডস একাদশের। ম্যাচ থেকে টিকিট বিক্রির সব অর্থ ব্যয় করা হবে খাইবার পাখতুনখোয়ার বন্যাদুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে।
পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেন, ‘ক্রিকেট সবসময় পাকিস্তানে ঐক্যের প্রতীক হয়েছে। এই প্রদর্শনী ম্যাচের মাধ্যমে আমরা খেলাধুলার উন্মাদনাকে কাজে লাগিয়ে বন্যাদুর্গত ভাই-বোনদের পাশে দাঁড়াতে চাই। এটি শুধু একটি ম্যাচ নয়, বরং তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর আমাদের দায়িত্ব।’
এই ম্যাচের জন্য সাধারণ আসনের টিকিটের মূল্য ধরা হয়েছে ১,০০০ টাকা। বিশেষভাবে নির্ধারিত আসন রয়েছে ২০০ জন ভিভিআইপি এবং ৮০০ জন ভিআইপি দর্শকের জন্য। প্রতিটি ভিভিআইপি আসনের টিকিটের দাম ৫০,০০০ টাকা। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা এই টিকিট কিনে নিচ্ছেন। প্রদর্শনী ম্যাচটি শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ১টায়। এই ম্যাচ থেকে টিকিট বিক্রির মাধ্যমে উপার্জিত সম্পূর্ণ অর্থই বন্যাদুর্গতদের সহায়তায় দান করা হবে।