স্পোর্টস ডেস্ক : অল্প সময়েই ক্রিকেটাঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। তাকে দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্বে দেখতে চাইছেন অনেকেই। বুলবুলের বেশ কিছু উদ্যোগকে 'প্রশংসনীয়' বলছেন ইমরুল কায়েস।
এদিকে, বিসিবি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে তামিম ইকবালের অংশগ্রহণের গুঞ্জনকেও ইতিবাচকভাবে দেখছেন তার এক সময়কার ওপেনিং পার্টনার ইমরুল। তিনি আরও বলেন, দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির চেয়ারে দরকার ভালো মানুষ।
নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। তবে, নানা বিতর্ক সঙ্গী করেই বিদায় নিতে হয়েছে তাকে। কিন্তু, অল্প দিনে আমিনুল ইসলাম বুলবুলের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে। নতুন করে আশার সঞ্চার হয়েছে ক্রিকেটাঙ্গনে। যেকোনো উপায়ে বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘমেয়াদে বুলবুলকে চাইছেন অনেকেই।
বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে যেমন আমেজ তৈরি হয়, বিশ্ব ক্রিকেটে এমন আমেজ কোথাও হয় না। সবাই এখানে আসেন নিজের খ্যাতি ও পজিশনটা দেখানোর জন্য। যদি সত্যিই দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য চায় ভালো মানুষ নির্বাচন হওয়া উচিত। বুলবুল ভাইয়ের চিন্তাভাবনা....আমরা এর আগে এমন মানুষকে দেখিনি। বুলবুল ভাই আমার মতে নির্বাচন করার মানুষ না। তিনি অনেক দেশে ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন। তার অভিজ্ঞতা আছে। যদি দীর্ঘ একটা সময় পান তিনি, তাহলে একটা দেশের ক্রিকেট কালচার পরিবর্তন করে দিতে পারবেন।'
ক্রিকেট বোর্ড নির্বাচনের ময়দানে উড়ছে তামিম ইকবালের নামও। বিসিবি সভাপতি পদে বুলবুল-তামিম সাবেক দুই অধিনায়কের সম্ভাব্য লড়াইয়ের খবর বাড়তি মাত্রা যোগ করছে।
কায়েস বলেন, 'তামিমের কোনো অভিজ্ঞতা নেই। তবে তামিমের আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড, দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য যেসব প্ল্যান রয়েছে সেই দিক থেকে চিন্তা করলে সে একজন ভালো ক্যান্ডিডেট।'
যদিও একটা বিষয় নিয়ে সংশয় থেকে যায়। অক্টোবরের মধ্যে বিসিবি নির্বাচন হলে, জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বোর্ডকে। তাই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আবার ন্যাশনাল ইলেকশনের পর ক্রিকেট বোর্ড নির্বাচনের পক্ষে। তার আগ পর্যন্ত অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি পরিচালনাকেই বেশি যৌক্তিক মনে করছেন তারা।