স্পোর্টস ডেস্ক : আর মাত্র পাঁচ দিন পর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের। তবে দর্শকরা অপেক্ষায় রয়েছে ১৪ সেপ্টেম্বরের ম্যাচের জন্য। কারণ, সেই দিন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এরই মধ্যে এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপের মূল আকর্ষণ থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করেই টুর্নামেন্টের উত্তাপ বৃদ্ধি পায়। এবারও সেই একই আবহ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ঘোষণা দিয়েছিল, পাকিস্তানের সঙ্গে আর খেলবে না তারা। তবে এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় বাধ্য হয়েই মুখোমুখি হতে হচ্ছে তাদের।
এবারের এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পোর্টাল খুলেছে এসিসি। এসিসির বিজ্ঞপ্তি অনুসারে, টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন।
প্রথম প্যাকেজের মূল্য ৪৭৫ দিরহাম। যা বাংলাদেশি অর্থে দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে থাকছে গ্রুপ ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট। আর এই গ্রুপেই রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে দেখতে হলে একজনকে কমপক্ষে ১৫ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে।
প্যাকেজ ২-এ রয়েছে সুপার ফোরের ম্যাচের টিকিট। এ প্যাকেজের সবচেয়ে কম দাবি টিকিট ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪০০ টাকা)।
আর প্যাকেজ ৩ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সমর্থকরা দুটি সুপার চার ম্যাচের পাশাপাশি ফাইনালও দেখার সুযোগ পায়। এই প্যাকেজে টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কিনতে পারবে দর্শকরা। এই প্যাকেজের সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭হাজার ৪০০ টাকা।
এছাড়াও, কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে।